ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ডাকসুর রোডম্যাপ দাবিতে ৫২ ঘন্টা অনশনে থাকা বিন ইয়ামিন মোল্লা অসুস্থ

২০২৫ মে ২৩ ১৬:০২:০৭
ডাকসুর রোডম্যাপ দাবিতে ৫২ ঘন্টা অনশনে থাকা বিন ইয়ামিন মোল্লা অসুস্থ

ডুয়া নিউজ: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার ও ডাকসুর রোডম্যাপ দাবিতে গত ৫২ ঘন্টা ধরে অনশন করছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

গত বুধবার দুপুর থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করেন তিনি। তার সাথে যোগ দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।

দীর্ঘ ৫২ ঘন্টা অনশন করে এই ছাত্রনেতা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন সংহতি প্রকাশ করা আরেক শিক্ষার্থী মাহতাপ। তিনি বলেন, বিন ইয়ামিন মোল্লা ভাই বেশ অসুস্থ হয়ে পড়েছেন। এভাবে চললে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

বিন ইয়ামিন মোল্লা ডুয়া নিউজকে বলেন, ডাকসুর রোডম্যাপ এবং নির্বাচন কমিশন গঠন না করা পর্যন্ত আমি অনশণ চালিয়ে যাব। আমি এখন অসুস্থতায় ভুগছি তবুও আমি আমার দাবিতে অনড়।

এদিকে অনশনরত ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লাকে দেখতে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর ড. সাইফুদ্দিন আহমদ। তারা এসব দাবি পূরণের আশ্বাস এবং কাজ করছেন বলে জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে