ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আজ থেকে স্পট মার্কেটে ৯ কোম্পানির লেনদেন

২০২৫ মে ২০ ০৬:৪২:০৮
আজ থেকে স্পট মার্কেটে ৯ কোম্পানির লেনদেন

ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানির শেয়ার দুই কার্যদিবস—২০ ও ২১ মে—স্পট মার্কেটে লেনদেন হবে। এই দুই দিন বিনিয়োগকারীরা শুধুমাত্র ম্যাচিউরড ব্যালান্স বা নগদ টাকায় এসব কোম্পানির শেয়ার কিনতে পারবেন। লেনদেনের এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে আসন্ন রেকর্ড ডেটকে সামনে রেখে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল থেকে পাওয়া তথ্যে এসব তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে, সেগুলো হলো: স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), মিডল্যান্ড ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)।

স্পট মার্কেট হলো এমন একটি মার্কেট প্ল্যাটফর্ম, যেখানে শেয়ারের লেনদেনের সেটেলমেন্ট (ক্লিয়ারিং ও ট্রান্সফার) দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়। সাধারণত রেকর্ড ডেটের পূর্ববর্তী দুই কার্যদিবসে শেয়ারগুলো স্পট মার্কেটে স্থানান্তর করা হয় যাতে নির্ধারিত সময়সীমার মধ্যে বিনিয়োগকারীদের মালিকানা নিশ্চিত হয় এবং তারা কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড, রাইট শেয়ার বা অন্যান্য করপোরেট সুবিধার জন্য যোগ্য বিবেচিত হন।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে, স্পট মার্কেটে লেনদেন শেষে ২২ মে এসব কোম্পানির রেকর্ড ডেট নির্ধারিত রয়েছে। ওই দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে। অর্থাৎ, ২২ মে কোনো বিনিয়োগকারী এসব শেয়ারের লেনদেন করতে পারবেন না।

রেকর্ড ডেটের মাধ্যমে কোম্পানিগুলো শেয়ারহোল্ডার তালিকা চূড়ান্ত করে। যেসব বিনিয়োগকারীর নাম ওই তারিখে কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে থাকবে, তারাই পরবর্তী করপোরেট সুবিধাগুলো পাওয়ার যোগ্য হবেন।

বিনিয়োগকারীদের সতর্কভাবে বাজার পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বাজারসংশ্লিষ্ট বিশ্লেষকেরা। স্পট মার্কেটে লেনদেনকালীন সময়ে অনেক সময় শেয়ারের দর ও চাহিদার মধ্যে তারতম্য দেখা দিতে পারে। তাই বিনিয়োগের পূর্বে প্রতিটি কোম্পানির মৌলিক তথ্য এবং করপোরেট ঘোষণাগুলো ভালোভাবে পর্যালোচনা করা প্রয়োজন বলে জানান তাঁরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে