ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সোশ্যাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

২০২৫ মে ২০ ০৫:৩৮:৫৯
সোশ্যাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

ডুয়া নিউজ: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিপিএলসি) এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পিএলসি (বিএসএইচপিএলসি)-এর মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও অগ্রাধিকারমূলক সেবা পাবেন।

সম্প্রতি ঢাকায় সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. নাজমুস সায়াদাত। চুক্তিপত্রে সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ জাহিদ হোসাইন।

চুক্তির আওতায় ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নির্দিষ্ট স্বাস্থ্যসেবা গ্রহণে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্যসেবা গ্রহণে অগ্রাধিকার সুবিধা উপভোগ করতে পারবেন।

এ ধরনের অংশীদারিত্বের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকদের জন্য আর্থিক সেবার পাশাপাশি জীবনধর্মী সুবিধা প্রদানেও অগ্রণী ভূমিকা রাখছে বলে জানান মো. নাজমুস সায়াদাত। তিনি বলেন, “সোশ্যাল ইসলামী ব্যাংক সবসময় গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি আমাদের সেই অঙ্গীকারেরই একটি বাস্তব প্রতিফলন।”

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের এমডি ডা. আহমেদ জাহিদ হোসাইন বলেন, মানুষের জীবন রক্ষায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির মাধ্যমে আরও বেশি মানুষ আধুনিক চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত হবেন।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে