ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউরোপে তিন মাসে ৫৯৭ কোটি ডলারের পোশাক রপ্তানি বাংলাদেশের

২০২৫ মে ১৯ ১২:২৭:১৯
ইউরোপে তিন মাসে ৫৯৭ কোটি ডলারের পোশাক রপ্তানি বাংলাদেশের

ডুয়া ডেস্ক: চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউরোপীয় বাজারে ৫৯৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেশি। ২০২৪ সালের প্রথম তিন মাসে এ অঙ্ক ছিল ৪৬৩ কোটি ডলার। অর্থাৎ এক বছরে রপ্তানি বেড়েছে ১৩৪ কোটি ডলার।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ইউরোপিয়ান পরিসংখ্যান দপ্তরের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রকাশ করেছে।

রপ্তানির দিক থেকে ইউরোপীয় বাজারে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে আছে চীন, যাদের রপ্তানি ৬৬৭ কোটি ডলার—প্রবৃদ্ধি প্রায় ২৫ শতাংশ।

তালিকায় ভারতের, ভিয়েতনামের ও কম্বোডিয়ার মতো দেশগুলোর রপ্তানিও বেড়েছে ধারাবাহিকভাবে। তবে তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের রপ্তানি ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩৬ কোটি ডলারে।

এই তিন মাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মোট ২ হাজার ৪৬৫ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে