ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ইশরাকের পক্ষে লংমার্চে পুলিশের বাধা

২০২৫ মে ১৭ ১৫:২৮:০৬
ইশরাকের পক্ষে লংমার্চে পুলিশের বাধা

ডুয়া ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। ব্যারিকেডের মুখে সচিবালয়ে পৌঁছাতে পারেননি ইশরাকের সমর্থকরা।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসি) ভবনের সামনে থেকে লংমার্চ কর্মসূচি শুরু হয়। মিছিলটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন ও প্রেস ক্লাব এলাকা অতিক্রম করে সচিবালয়ের দিকে এগোতে থাকলে পুলিশ তাতে বাধা দেয়। বাধার মুখে মিছিলটি নগর ভবনের সামনে ফিরে আসে।

বিক্ষোভকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’ ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’ ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি স্লোগান দেন।

ইশরাক হোসেনের সমর্থকরা আগেই নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছিলেন। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে তারা টানা তৃতীয় দিনের মতো নগর ভবন ঘিরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর সেখান থেকেই লংমার্চ শুরু করেন আন্দোলনকারীরা।

এদিন সাধারণ কর্মচারীরাও বিক্ষোভে অংশ নিয়ে নগর ভবনের সবগুলো প্রবেশদ্বার বন্ধ করে দেন। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে। ফলে কোনো কর্মকর্তা বা সেবাপ্রার্থী ভবনে প্রবেশ করতে পারেননি।

বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না।

তারা অভিযোগ করেন, জনতার রায়ে নির্বাচিত ইশরাককে দায়িত্ব না দিয়ে জনগণের সঙ্গে বেঈমানি করা হচ্ছে। শপথ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে