ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

তালেবান সরকারের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের ফোনালাপ

২০২৫ মে ১৬ ১৪:৫২:৪১
তালেবান সরকারের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের ফোনালাপ

ডুয়া ডেস্ক: তালেবান সরকারের সঙ্গে প্রথমবারের মতো মন্ত্রী পর্যায়ে যোগাযোগ করল ভারত। বৃহস্পতিবার (১৫ মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানের তালেবান প্রশাসনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তান সরকার কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার নিন্দা জানানোর কয়েকদিন পর এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। যদিও নয়াদিল্লি এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

ফোনালাপ শেষে এক্স-এ (সাবেক টুইটার) জয়শঙ্কর লেখেন, “পেহেলগাম হামলার নিন্দা জানানোর জন্য আমি আমির খান মুত্তাকির প্রতি কৃতজ্ঞ। আজ সন্ধ্যায় তার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।” তিনি আরও জানান, “ভারত-আফগান সম্পর্ক নিয়ে ভুল বার্তা ছড়ানোর যে অপচেষ্টা চলছে, মুত্তাকি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন—এটি আমি স্বাগত জানাই।”

আফগান তালেবান সরকারের যোগাযোগ পরিচালক হাফিজ জিয়া আহমদ জানান, আলোচনায় মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয়তায় ভারত ভ্রমণ করতে আগ্রহী আফগান নাগরিকদের জন্য যেন আরও ভিসা ইস্যু করা হয়।

এছাড়া আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য, ভারতীয় কারাগারে থাকা আফগান বন্দিদের মুক্তি ও প্রত্যাবর্তন এবং ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন নিয়েও।

এর আগে ২৭ এপ্রিল কাবুলে তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ। সেখানেও আমির খান মুত্তাকির সঙ্গে আলোচনা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে