ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ঈদে পশু পরিবহনে চলবে ৩ স্পেশাল ট্রেন

২০২৫ মে ১২ ১৬:১৯:২৬
ঈদে পশু পরিবহনে চলবে ৩ স্পেশাল ট্রেন

ডুয়া নিউজ: আসন্ন ঈদুল আজহায় ঢাকায় কোরবানির পশুর সরবরাহ নিশ্চিত করতে তিনটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ‘ক্যাটেল স্পেশাল’ নামে দুই দিনে এই ট্রেনগুলো পরিচালিত হবে।

আজ সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

তিনি জানান, “কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি কোচ যুক্ত থাকবে।”

কোরবানির পশুবাহী বিশেষ ট্রেন ‘ক্যাটেল স্পেশাল’-এর সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

ক্যাটেল স্পেশাল-১: ২ জুন বিকেল ৫টায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে যাত্রা শুরু করে ৩ জুন ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ক্যাটেল স্পেশাল-২: ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে জামালপুরের ইসলামপুর বাজার থেকে ছেড়ে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ক্যাটেল স্পেশাল-৩: ৩ জুন বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ বাজার থেকে রওনা দিয়ে ৪ জুন ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে