ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল মালয়েশিয়া!
ডুয়া ডেস্ক: সব অনিশ্চয়তা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে যাচ্ছে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের উদ্যোগ এবং কূটনৈতিক তৎপরতার ফলে মে মাসের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপের গুরুত্বপূর্ণ বৈঠক।
বৈঠকের সময়সূচি ঘোষণার পর বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন বায়রার সাধারণ সদস্যরা। তারা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমবাজার খুলে দেওয়ার ক্ষেত্রে যেকোনো গঠনমূলক উদ্যোগের পাশে থাকবে বাংলাদেশ।
তবে তারা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল সিন্ডিকেট, অনলাইন সিস্টেম বা শ্রমচুক্তির বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে শ্রমবাজার খুলে দেওয়ার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। এসব প্রচেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা দেশের স্বার্থের পরিপন্থী বলে তারা মন্তব্য করেন।
বায়রার দাবি, মালয়েশিয়া এবার ১৪টি দেশ থেকে প্রায় ১২ লাখ শ্রমিক নেবে, যার মধ্যে বাংলাদেশি কর্মীদের চাহিদা সবচেয়ে বেশি। তবে নেতিবাচক প্রচারণার কারণে বাংলাদেশ পিছিয়ে পড়ছে।
সরকারের এক কর্মকর্তা জানান, দেশের সুনাম ও বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির স্বার্থে এখনই এসব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কচাপ এড়াতে চীন মালয়েশিয়ায় বড় বিনিয়োগ করছে, ফলে শ্রমিকের চাহিদা বেড়েছে বহুগুণে। এ সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ