ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

লন্ডনের বার্কিং-ড্যাগেনহ্যাম কাউন্সিলের পক্ষ থেকে সম্মাননা প্রদান

২০২৫ মে ০১ ১৫:০৭:৩০
লন্ডনের বার্কিং-ড্যাগেনহ্যাম কাউন্সিলের পক্ষ থেকে সম্মাননা প্রদান

ডুয়া ডেস্ক: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম একটি বহু-সাংস্কৃতিক জনবসতিপূর্ণ এলাকা। এই কমিউনিটির সৃজনশীল এবং সামাজিক অবদান রাখার জন্য বেশ কয়েকজন গুণীজনকে সম্মাননা প্রদান করেছে বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম কাউন্সিল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বার্কিং টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কাউন্সিলের মেয়র মইন কাদরী এই সম্মাননা ও সনদপত্র তুলে দেন বিশিষ্টদের হাতে।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন—

কমিউনিটি নেতৃবৃন্দ শেখ ফারুক আহমদ, ট্রেসি কোলম্যান, ব্যারিস্টার লুৎফর রহমান, ড. আনিসুর রহমান, সুয়েজ মিয়া, মোহাম্মদ শাকির হোসেন, জুয়েল চৌধুরী, মোহাম্মদ রহমান, ওলাকিতান রোটিম, জেন গুসট্রি, জন-পল রেনল্ট, আবদুল হালিম, অ্যালেক্স দিনিত্রভ, অ্যান-মারিয়া, মীরা বড়ুয়া, কিটন শিকদার, এমডি মনির হোসেন, নজরুল ইসলাম কাজী, নজরুল ইসলাম সরকার, পূজা নিকি, রিপন উদ্দিন, স্মৃতি আজাদ, ইফতেখার, সুজন বড়ুয়া (ডোনেশন), নজরুল হক বিশাল এবং টনি উইলিয়ামস।

এই সম্মাননার মাধ্যমে কমিউনিটির ভেতরে ইতিবাচক কর্মোদ্যোগকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুনদের উৎসাহিত করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে