ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

২০২৫ মে ০১ ০৯:২৪:০৪
আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

ডুয়া ডেস্ক: আজ বৃহস্পতিবার, ১ মে—বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস। এটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণের জন্য আত্মত্যাগের ইতিহাস বহনকারী একটি দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করেন। আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত ১০ জন শ্রমিক। সেই আত্মত্যাগের স্মরণেই আজও বিশ্বজুড়ে পালিত হয় মে দিবস।

বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে আজ সরকারি ছুটি। এ বছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। এই প্রতিপাদ্য শ্রমিক-মালিক সুসম্পর্কের গুরুত্বকে সামনে আনছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, “শ্রমিক ও মালিক একে অপরের পরিপূরক। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একটি টেকসই ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে।” তিনি আরও বলেন, দেশের পোশাক, কৃষি, নির্মাণ, পরিবহন, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে শ্রমিক ও মালিকের সম্মিলিত পরিশ্রমই অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে।

শ্রম সংস্কারের উদ্যোগ

বাংলাদেশ সরকার শ্রম অধিকার সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৩ সালের ১৭ নভেম্বর গঠিত হয় ১০ সদস্যের শ্রম সংস্কার কমিশন, যার নেতৃত্ব দেন বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। কমিশন অংশীজনদের মতামত নিয়ে ২১ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই নিয়ে নির্দেশনা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম শাখা সম্প্রতি এক স্মারকে জানিয়েছে, মে দিবসে সকল কারখানা ও প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। আইন লঙ্ঘন করে কারখানা খোলা রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, শ্রমিক ছাঁটাই বা চাকরিচ্যুতি শুধুমাত্র যৌক্তিক কারণ এবং শ্রম আইন অনুসরণ করেই করা যাবেএবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক।

মে দিবসের ঐতিহাসিক পটভূমি

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট এলাকায় লাখো শ্রমিক দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ গুলি চালালে প্রাণ হারান অন্তত ১০ শ্রমিক। এই আন্দোলনের ফলে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়। পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে এটি বিশ্বের নানা দেশে ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

মে দিবস শ্রমিক শ্রেণির সংগ্রাম, অধিকার এবং সামাজিক ন্যায়ের প্রতীক। দিনটি শুধু অতীতের আত্মত্যাগ স্মরণে নয়, ভবিষ্যতের জন্য শ্রমজীবী মানুষের সম্মান ও ন্যায্যতা নিশ্চিত করার অঙ্গীকারও।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে