ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দীর্ঘ মন্দার পরে প্রাণ ফিরল শেয়ারবাজারে

২০২৫ এপ্রিল ২৭ ১৫:৩৭:৫৮
দীর্ঘ মন্দার পরে প্রাণ ফিরল শেয়ারবাজারে

ডুয়া নিউজ : টানা দশদিনের পতনের ধকল কাটিয়ে অবশেষে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে দেশের শেয়ারবাজার। গত ১০ কর্মদিবসে সূচকের একটানা নিম্নমুখী ধারা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ছড়িয়ে দিয়েছিল। তবে আজ, সেই দীর্ঘ মন্দার পরে, বাজারে দেখা গেছে প্রত্যাশিত উত্থান। বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই ইতিবাচক প্রবণতায়।

আজ রোববার (২৭ এপ্রিল) সপ্তাহের প্রথম কার্যদিবসেপ্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৯৯৫ দশমিক ৪৬ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ৪৯ দশমিক ৮৭ পয়েন্ট।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৩ দশমিক ৩২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে।

আজ সূচকের উত্থান হলেও আগের কর্মদিবসের থেকে লেনদেনের পরিমাণ কমেছে। আজ ডিএসইতে ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার। অর্থাৎ ২৮ কোটি ৫০ লাখ টাকা কমেছে লেনদেন।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩৫টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ১৩ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬০ দশমিক ৩১ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৫৪ দশমিক ৩৭ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে