ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ইরান ইস্যুতে ফাঁস ইসরাইলি পরিকল্পনা

২০২৫ এপ্রিল ১৮ ১২:২৭:০৩
ইরান ইস্যুতে ফাঁস ইসরাইলি পরিকল্পনা

ডুয়া ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলার গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে—এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। এই ফাঁস হওয়া তথ্যকে ইসরাইলের ইতিহাসের অন্যতম গুরুতর গোপন তথ্য ফাঁস হিসেবে উল্লেখ করেছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইল মার্কিন সহযোগিতায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কথা গুরুত্ব সহকারে বিবেচনা করেছিল।

এই তথ্য ফাঁসের ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন রাজনীতিবিদ। তাদের দাবি, নেতানিয়াহু ইরানবিরোধী কঠোর পদক্ষেপ না নেওয়ার কারণে যে সমালোচনা হচ্ছে তা থেকে নিজেকে রক্ষা করতেই পরিকল্পনাটি ফাঁস করেছেন।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যান সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “নিউইয়র্ক টাইমসের রিপোর্ট পড়ে মনে হয়েছে আমরা সৌভাগ্যবান যে সিরিয়া ও ইরাকের পারমাণবিক স্থাপনায় হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন না।”

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের ১ অক্টোবর ইসরাইলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ইসরাইলি সামরিক কর্মকর্তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা বিবেচনা করছিলেন।

সামরিক বাহিনী এই ধরনের অভিযানে নিজেদের সক্ষম মনে করলেও মার্কিন অনুমোদন ছাড়া তারা এগোতে রাজি ছিল না। রিপোর্ট অনুযায়ী, আক্রমণের পরিকল্পনাগুলোর মধ্যে একটি ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে বড় ধরনের বোমা হামলা বা বিমান ও কমান্ডো অভিযানের মাধ্যমে হামলা চালানো।

এছাড়া রিপোর্টে দাবি করা হয়, ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে তাকে এই অভিযানে শামিল করার কৌশল নিয়েও ভাবছিলেন ইসরাইলি কর্মকর্তারা। যদিও ট্রাম্প প্রশাসনের অনেকেই যৌথ আক্রমণের বিপক্ষে ছিলেন এবং কূটনৈতিক আলোচনার পক্ষে মত দেন।

তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট, নিউইয়র্ক টাইমস

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে