ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
ই'সরায়েলবিরোধী মিছিল থেকে ৩ কারখানায় হা'মলা

ডুয়া নিউজ: গাজীপুরের কোনাবাড়ীতে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তিনটি কারখানায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে কিছু দুষ্কৃতি ওই এলাকার তিনটি কারখানা ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালায়। এসময় মহাসড়কের আশেপাশের কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 'আজ দুপুরে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়।'
বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড হাতে একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে সংশ্লিষ্ট শ্রমিকরাও এতে যোগ দেন।
এসময় কিছু দুর্বৃত্ত বাইমাইল এলাকার স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড এবং কোনাবাড়ীর কনকর্ড নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ তিনটি কারখানায় গিয়ে শ্রমিকদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানায়। তবে শ্রমিকরা এতে সাড়া না দিলে দুর্বৃত্তরা কারখানাগুলোর ওপর ঢিল ছুড়ে ভাঙচুর চালায়।
এছাড়া বাটা শোরুমসহ আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, "কিছু দুষ্কৃতি বাইমাইলের স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড ও কোনাবাড়ীর কনকর্ড নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ তিনটি কারখানায় গিয়ে শ্রমিকদের মিছিলে জড়ো হতে বলে। এতে সাড়া না পেয়ে উত্তেজিত লোকজন তিনটি কারখানায় হামলা ও ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুপুরের পর থেকে কোনাবাড়ি এলাকায় মহাসড়কের আশেপাশে অবস্থিত বেশির ভাগ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা