ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রবাসীদের উন্নয়নে ৯ দফা প্রস্তাব এনআরবি চেয়ারম্যানের

২০২৫ মার্চ ১৭ ১৯:৫৮:৩৭

প্রবাসীদের উন্নয়নে ৯ দফা প্রস্তাব এনআরবি চেয়ারম্যানের

ডুয়া নিউজ : ‘এনআরবি রাইটস মুভমেন্ট, ম্যানচেস্টার’-এর চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান প্রবাসীদের সমস্যা সমাধান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নতুন শ্রমবাজার তৈরিতে ৯ দফা প্রস্তাবনা দিয়েছেন।

আজ সোমবার (১৭ মার্চ) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এ সময় মিজানুর রহমান বলেন, “বিশ্বের বিভিন্ন দেশ থেকে এনআরবিরা বিলিয়ন বিলিয়ন ডলার, পাউন্ড, ইউরো, দিরহাম রেমিট্যান্স পাঠিয়ে যাচ্ছে বাংলাদেশে। কিন্তু বিনিময়ে তারা কিছুই পাচ্ছে না দেশ থেকে।”

এনআরবি রাইটস মুভমেন্ট, ম্যানচেস্টারের বলেন, “বিগত বিভিন্ন সরকার প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। এছাড়াও, বিমানবন্দরে হয়রানিসহ পৈত্রিক সম্পত্তি নিয়ে নানা হয়রানির শিকার হতে হয় তাদের।”

এসকল সংকট থেকে মুক্তি পেতে একজন অভিজ্ঞ এনআরবিকে শ্রম মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার দাবি জানান তিনি।

ট্যাগ: 352 353 354

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত