ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
প্রবাসীদের জন্য প্রক্সি ভোটসহ ৩ পদ্ধতি নিয়ে এগোচ্ছে ইসি
.jpg)
ডুয়া ডেস্ক: নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে কাজ করছে। পদ্ধতিগুলো হলো- সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য পোস্টাল ব্যালট পদ্ধতি, অনলাইন পদ্ধতি এবং প্রক্সি ভোটিং।
মঙ্গলবার (১১ মার্চ) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, নির্বাচন কমিশন আশা করছে সব প্রক্রিয়া সফল হলে প্রক্সি ভোটিং পদ্ধতিটি ব্যাপকভাবে প্রয়োগ করা যাবে এবং পোস্টাল ও অনলাইন ভোটিং পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
এ সময় তিনি উল্লেখ করেন, গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে চেয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কমিটিকে প্রস্তাব তৈরি করতে নির্দেশ দেয়। তিনি জানান, ডাক বিভাগ এবং বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।
বর্তমান পোস্টাল ব্যালট পদ্ধতি অকার্যকর হওয়ায় কমিটি তিনটি বিকল্প পদ্ধতি সুপারিশ করেছে: একটি হলো সময়সীমার মধ্যে কার্যকর পোস্টাল ব্যালট সিস্টেম, অপরটি অনলাইন ভোটিং। তবে অনলাইন ভোটিং কিছু ক্ষেত্রে সফল হয়নি।
এছাড়া প্রক্সি ভোটিংয়ের প্রস্তাবও এসেছে, যেখানে একজন ব্যক্তি প্রবাসী বাংলাদেশির হয়ে তার ভোট দিতে পারবেন। তবে ভোটার পরিচয় নিশ্চিতকরণ, ভোটের গোপনীয়তা, নিরাপত্তা এবং সাশ্রয়ী পদ্ধতির বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কমিটি মনে করে, পোস্টাল ও অনলাইন পদ্ধতিতে প্রাথমিক পরীক্ষা চালানো উচিত এবং প্রয়োজনে প্রক্সি ভোটিং প্রবর্তন করতে হবে।
আবুল ফজল বলেন, প্রক্সি ভোটিং বর্তমানে বেশ কিছু দেশে ব্যবহার হচ্ছে। যেমন যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া আর ভারতে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এটি কার্যকর।
আগামী ৭-৮ এপ্রিল এক কর্মশালার মাধ্যমে এই তিন পদ্ধতির সম্ভাব্যতা পরীক্ষা করা হবে। নির্বাচনের পূর্বে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে এবং যদি কোন পদ্ধতি গ্রহণযোগ্য হয় তাহলে তা উন্নয়ন করা হবে। আইনেও পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু হবে।
নির্বাচন কমিশন আশা করছে, আগামী নির্বাচনে প্রক্সি ভোটিং কিছু পরিসরে প্রয়োগ করা সম্ভব হবে এবং পোস্টাল ও অনলাইন ভোটিং পরীক্ষা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ