ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার: সূচকের ঊর্ধ্বগতিতে অবদান ৪ কোম্পানির শেয়ারের

২০২৫ মার্চ ১১ ১৫:১২:৫৪
শেয়ারবাজার: সূচকের ঊর্ধ্বগতিতে অবদান ৪ কোম্পানির শেয়ারের

ডুয়া ডেস্ক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস (মঙ্গলবার) শেয়ারবাজারে সূচক ও লেনদেনের কিছুটা উত্থান দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৮.৩৫ পয়েন্টের বেশি।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮২টির শেয়ার দর বাড়ার কারণে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। তবে এই উত্থানে বড় ভূমিকা রেখেছে ৪ কোম্পানি।

কোম্পানিগুলো হলো : বিকন ফার্মা, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, ডেল্টা লাইফ ইন্সুরেন্স এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর সূচক উত্থানের আজ শীর্ষ কোম্পানি ছিল বিকন ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ১.৯১ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক উত্থানের দ্বিতীয় কোম্পানি ছিল ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক। আজ ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৩০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ১.৫৪ পয়েন্ট।

আজ ডেল্টা লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা। যে কারণে যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ১.৪৯ পয়েন্ট এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ১.৪৩ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে