ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
ড. আবেদ চৌধুরী
'এদেশে ভালো কিছু উদ্ভাবন করলে মূল্যায়ন হয় না'
.jpg)
ডুয়া ডেস্ক: এদেশে ভালো কিছু উদ্ভাবন করলে মূল্যায়ন পাওয়া যায়না বলে মন্তব্য করেছেন দেশের আলোচিত পঞ্চব্রীহি ধানের আবিষ্কার ড. আবেদ চৌধুরী। তিনি বলেন বাংলাদেশে কেউ যদি ভালো কিছু উদ্ভাবন করে তাহলে তার মূল্যায়ন হয় না। এটার উদাহরণ আমি নিজেই৷ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, আমার আইডিয়াগুলো নিয়ে বারবার মন্ত্রণালয়ে যাওয়ার পরও কোনো ধরনের সহযোগিতা আমি পাইনি। এটা খুবই দুঃখজনক।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অডিটোরিয়ামে ‘ফুড সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ড. আবেদ চৌধুরী বলেন, "আপনারা লক্ষ্য করেছেন যে আমার পেটেন্টগুলো বিদেশে নিবন্ধিত হলেও বাংলাদেশের সরকার আমাদের কোনো সাহায্য দেয়নি। অথচ আমি এই গবেষণাটি করার জন্য আমার দেশের গ্রামের এলাকা বেছে নিয়েছি, যাতে দেশ উপকৃত হয়। আমাদের দেশে কেউ ভালো কিছু করলে সেটি মূল্যায়ন করা হয় না, তবে অক্সফোর্ড, হার্ভার্ডের পণ্ডিতরা বললে তা অত্যন্ত মূল্যায়িত হয়।"
তিনি আরও বলেন, "আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম, একদিন কল দিলে পরের দিন এমপি মন্ত্রীরা আমাকে দেখা করার সুযোগ দেয়, কিন্তু আমাদের দেশে মন্ত্রণালয়ে সচিবদের সঙ্গে দেখা করতে হয়, যারা আমার কথা শুনে আমার সঙ্গে চা-বিস্কিট খাইয়ে বিদায় দেন।"
ড. আবেদ চৌধুরী আরও বলেন, "একসময় ঔপনিবেশিকরা বিজ্ঞানকে জনসাধারণ থেকে আলাদা করে বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছিল। এখন আমরা বিজ্ঞানকে জনসাধারণের হাতে দিতে চাই। আমরা ডেমোক্রাটাইজেশন অব ইনোভেশনে পঞ্চব্রীহি ধান উদ্ভাবন করেছি এবং এখন অন্যান্য ফসল যেমন জোয়ান, তিসি, বেগুন, ঢেড়স ইত্যাদি উদ্ভাবনের চেষ্টা করছি। আমাদের গবেষণা অব্যাহত রয়েছে। গত বছর পিতৃহীন বীজ উদ্ভাবন করেছি, যা কার্বন ও মিথেন মিটিগেশনে অত্যন্ত সহায়ক।"
সেমিনারের প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ড. আবেদ চৌধুরীর উদ্ভাবনকে সরকারি-বেসরকারি পর্যায়ে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "পঞ্চব্রীহি ধান দেশের খাদ্যশস্য উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ টেকসই উন্নয়নের দিকে আরও এগিয়ে যাবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান