ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

‘হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয়’

২০২৫ ডিসেম্বর ১৫ ১৫:১৪:৩৫

‘হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয়’

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে বিএসএফ সীমান্ত এলাকার বিভিন্ন অপারেশন নিয়ে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ময়মনসিংহের সীমান্ত পথ ব্যবহার করে ভারতে পালিয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে স্থানীয়ভাবে চিহ্নিত মানবপাচারকারী ফিলিপ স্নালকে গ্রেফতার করতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, “পুলিশ, বিজিবি এবং সোর্সের তালিকায় বারবার দেখা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে ফিলিপের সম্পৃক্ততা রয়েছে। সীমান্ত পাড়ি দেওয়ার জন্য পাচারকারীদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।”

সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর খাগডহর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কর্নেল মোস্তাফিজুর রহমান।

এর আগে, গত শুক্রবার রাত ৯টা থেকে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ময়মনসিংহের সম্ভাব্য পাচারের সব রুট চিহ্নিত করা হয় এবং সীমান্তে টহল ও চেকপোস্ট বসানো হয়। এরপর শনিবার পুলিশ ও বিজিবির যৌথ পরিকল্পনায় দুইটি স্থানে অপারেশন আয়োজন করা হয়। শেরপুরের নালিতাবাড়ীতে সন্দেহভাজন ফিলিপ স্নালকে আটক করার জন্য পরিকল্পনা করা হয়, আর হালুয়াঘাটে পুলিশ-সহ বিজিবি টিম অপারেশন পরিচালনা করে।

নালিতাবাড়ীর বারোমারি এলাকায় বিজিবি নেতৃত্বে অপারেশন পরিচালিত হয়। তবে ফিলিপকে পাওয়া যায়নি। এসময় তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুড় ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেংমিঞ্জা আটক করা হয় এবং তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এখন পর্যন্ত বিজিবি চারজনকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে সোমবার সকালে মানবপাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় প্রিন্ট, অনলাইন এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সংবাদ পরিবেশন করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত