ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে: ডিএমপি কমিশনার

২০২৫ ডিসেম্বর ১৩ ২১:৪০:০৬

সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীকে ‘শিবিরের লোক’ হিসেবে পুলিশ শনাক্ত করেছে— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন দাবিকে ‘বোগাস’ ও ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একইসঙ্গে তিনি হাদি হত্যাচেষ্টায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপি নেতা রিজভী আমাকে উদ্ধৃত করে যে বক্তব্য দিয়েছেন, তা পুরোপুরি অসত্য। আমি এমন কোনো কথা বলিনি। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি একটি ভুয়া ছবি ও তথ্যের ভিত্তিতে তিনি এমন বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এ বিষয়ে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে প্রতিবাদলিপি (রিজয়েন্ডার) দেওয়া হয়েছে।’

এর আগে শনিবার দুপুরে নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে রিজভী দাবি করেছিলেন, ‘পুলিশ কমিশনার বলেছেন হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে এবং সে শিবিরের লোক।’ রিজভী আরও অভিযোগ করেন, তদন্তের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা ফেসবুকে পোস্ট দিয়ে এই ঘটনার সঙ্গে মির্জা আব্বাসকে জড়িয়ে ‘গ্যাংস্টার’ আখ্যা দিয়েছেন, যা উদ্দেশ্যপ্রণোদিত। রিজভীর দাবি, সন্দেহভাজন হামলাকারী অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।

এদিকে মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা মূল সন্দেহভাজনকে (প্রাইম সাসপেক্ট) খুঁজছি। ঘটনাটি ২৪ ঘণ্টাও পার হয়নি। জনগণের সহযোগিতা পেলে আশা করছি খুব দ্রুতই আমরা তাদের ধরতে পারব।’

নির্বাচনি প্রার্থীদের নিরাপত্তা শঙ্কা নিয়ে তিনি বলেন, হাদির ওপর হামলার ঘটনার পর সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত