ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

২০২৫ ডিসেম্বর ১২ ১০:২১:১৩

আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নির্বাচন আচরণবিধি নিশ্চিত করতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকেই দেশজুড়ে দায়িত্ব পালন শুরু করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তফসিল ঘোষণার পর আচরণবিধি কার্যকর হওয়ায় ভোটের দুই দিন পর পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

বৃহস্পতিবার তফসিল ঘোষণার পরপরই প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। এ পরিস্থিতিতে আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী প্রত্যেক উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, তফসিলের পরদিন থেকে ভোটগ্রহণের পরবর্তী দুই দিন পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে আচরণবিধি তদারকির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত