ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘিরে রেখেছে কর্মকর্তা-কর্মচারীরা

২০২৫ ডিসেম্বর ১০ ১৫:৫৯:০৬

সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘিরে রেখেছে কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বুধবার হঠাৎ আন্দোলনে নেমে আসেন। দুপুর আড়াইটার পর থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শত শত কর্মচারী একত্রিত হয়ে বেতন-ভাতা কাঠামোতে বৈষম্য দূর করার দাবি তুলতে থাকেন।

দাবি আদায়ে তারা সচিবালয় চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। আন্দোলনের অংশ হিসেবে তারা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে কর্মস্থলে ঘিরে রাখেন এবং বকেয়া ভাতা ও সুবিধাসংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের চাপ বাড়ান।

কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে সচিবালয়ের সব ক্যাডার ও নন-ক্যাডার কর্মীদের জন্য সমান ভাতার দাবি জানিয়ে আসলেও বাস্তবায়ন হয়নি। ফলে আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না বলে দাবি করেন তারা।

শেষ পর্যন্ত বেতন-ভাতার দাবি নিয়ে কর্মকর্তাদের মাঝে উত্তেজনা বাড়তে থাকায় সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতি শান্ত করতে প্রশাসনিকভাবে আলোচনা শুরু করার উদ্যোগ নেয়া হলেও, দুপুর থেকে শুরু হওয়া আন্দোলন শেষ সংবাদ পাওয়া পর্যন্ত অব্যাহত ছিল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত