ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
মানবাধিকার রক্ষায় দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ড. মুহাম্মদ ইউনূস
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষায় পুনর্ব্যক্ত করেছেন তাঁর দৃঢ় অঙ্গীকার। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র এবং জাতিসংঘ সনদে অন্তর্ভুক্ত সব অধিকার রক্ষার প্রতি সরকার অঙ্গীকারবদ্ধ।
বুধবার মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “এ বছর ‘মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে তরুণদের নেতৃত্বে পরিচালিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রায় দেড় বছর পর আমরা এবারের মানবাধিকার দিবস উদযাপন করছি। ২৪ জুলাই জনগণ স্বৈরশাসন ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ফ্যাসিবাদী শাসন পরাজিত করে এবং নিশ্চিত করে জনগণের অধিকার ও মর্যাদা। অশান্ত পরিস্থিতির মধ্য দিয়েই একটি ‘নতুন বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে।
বাণীতে তিনি উল্লেখ করেন, “আমরা এখন ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে গণতান্ত্রিক, অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। এর মাধ্যমে ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ গঠন এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করার পথ নির্ধারণ করা হবে।” তিনি আরও যোগ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ-এর সম্প্রতি দেওয়া রায়ের মাধ্যমে আমাদের ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে। এখানে পতিত স্বৈরাচারী সরকারের সদস্যদের ২৪ জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ড. ইউনূস বলেন, “আজ আমরা গর্বের সঙ্গে এমন একটি জাতি হিসেবে দাঁড়িয়ে আছি যারা মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের নয়টি মূল আন্তর্জাতিক চুক্তির সবগুলোতে যোগ দিয়েছে। সর্বশেষ চুক্তিটি হলো গুমবিষয়ক আন্তর্জাতিক কনভেনশন ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসন্স ফ্রম এনফোর্সড ডিসেপিয়ারেন্স’। আমরা একইসঙ্গে নির্যাতনবিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রটোকল এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার সব মূল কনভেনশনেও সই করেছি, যা আমাদের শ্রমিকদের অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)