ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রত্যাশার পরিবর্তে হতাশায় ডুবাচ্ছে

২০২৫ ডিসেম্বর ০১ ১৫:৪২:২৬

প্রত্যাশার পরিবর্তে হতাশায় ডুবাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের ইতিবাচক লেনদেনকে সামনে রেখে বিনিয়োগকারীরা ধারণা করেছিলেন—চলতি সপ্তাহে বাজার আরও ঘুরে দাঁড়াবে। তবে সপ্তাহের শুরুতেই সেই প্রত্যাশায় ধাক্কা লেগেছে। প্রথম কার্যদিবসেই সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হওয়ার পর আজকের সেশনেও একই ধারাবাহিকতা বজায় রয়েছে।

মাত্র দুই কার্যদিবসেই প্রধান সূচক নেমে গেছে প্রায় ১১০ পয়েন্ট, সঙ্গে বাজার মূলধন কমেছে ১০ হাজার ৫৭৭ কোটি টাকার বেশি। টানা পতনে হতাশা ছড়িয়ে পড়লেও বাজার ঘুরে দাঁড়াবে—এমন আশা অনেক বিনিয়োগকারীর মধ্যেই রয়েছে।

এই কারণে আজকের বড় ধরনের সূচক পতনেও অনেকেই শেয়ার ধরে রেখেছেন, বিক্রির দিকে ঝুঁকেননি। ফলে লেনদেনের পরিমাণ টাকার অংকে আগের তুলনায় কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়,সোমবারসপ্তাহেরদ্বিতীয়কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৪.৭২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৮.৮৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২১.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৫.৬৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৮টর দর বেড়েছে, ৩২২টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৪১৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৭৬ কোটি ৬৪ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টির, কমেছে ১৩১টির এবং পরিবর্তন হয়নি ১১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৩.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫২.৭৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৫.৮২ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত