ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

'আসল কাজ না করে ‘মাদার অব হিউম্যানিটি’ হতে চেয়েছিলেন হাসিনা'

২০২৫ নভেম্বর ২৭ ২২:১৩:৪৮

'আসল কাজ না করে ‘মাদার অব হিউম্যানিটি’ হতে চেয়েছিলেন হাসিনা'

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বাউল সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিগত সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট সমাধানের চেয়ে নিজের ‘মাদার অব হিউম্যানিটি’ ভাবমূর্তি প্রচারেই বেশি ব্যস্ত ছিলেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, বাউলদের ওপর যারা আক্রমণ করেছে, তাদের খুব দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জসহ যেসব জায়গায় হামলা হয়েছে, সেখানে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। খুব দ্রুতই এর ফলাফল পাওয়া যাবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বিগত সরকার যদি শুরু থেকে সঠিক প্রচেষ্টা চালাত, তবে পরিস্থিতির এতটা অবনতি হতো না। কিন্তু পতিত স্বৈরাচার আসল কাজের চেয়ে ‘মাদার অব হিউম্যানিটি’ তকমা বিক্রি করতেই ব্যস্ত ছিলেন। ফলে ইউক্রেন বা গাজার মতো ঘটনার আড়ালে রোহিঙ্গা সংকট চাপা পড়ে গিয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় এই সংকট আবারও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক জাতিসংঘ অধিবেশন ও বিভিন্ন কনফারেন্সে সহায়তার প্রতিশ্রুতি তারই প্রমাণ।

সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার নিয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, বর্তমানে দুর্নীতি আর আগের মতো টাকার বস্তায় হয় না, বরং আইটি সাপোর্ট নিয়ে এক ক্লিকেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। এটি রোধ করতে ‘দুর্নীতি দমন আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫’ অনুমোদন দেওয়া হয়েছে। নতুন আইনে ৫ জন কমিশনার থাকবেন, যার মধ্যে আইটি বিশেষজ্ঞ ও নারী কমিশনার অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া দুদক কর্মকর্তাদের বাধ্যতামূলক সম্পদের হিসাব দিতে হবে।

এছাড়া সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা ফেরাতে বিল্ডিং কোড অনুযায়ী অনুমোদন দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ গঠন করা যায় কি না, তা খতিয়ে দেখতে প্রধান উপদেষ্টা গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত