ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
বিএসসি-র নতুন জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’র যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্টায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) যুক্ত হলো আধুনিক প্রযুক্তিনির্ভর আরেকটি সক্ষম জাহাজ— 'এমভি বাংলার প্রগতি'।
সোমবার (২৭ অক্টোবর) চীনের জিংজিয়াং আন্তর্জাতিক বন্দর থেকে বাণিজ্যিক যাত্রার মাধ্যমে জাহাজটি প্রথম যাত্রা শুরু করেছে। এটি নিঃসন্দেহে দেশের নৌপরিবহন খাতের জন্য একটি বড় অর্জন।
নতুন এই জাহাজটি ৬৩ হাজার ৫০০ টন পণ্য বহনে সক্ষম। এটি দৈর্ঘ্যে ১৯৯ মিটার, প্রস্থে ৩৩ মিটার এবং গভীরতায় ১৮ মিটার। জাহাজটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত এবং সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আন্তর্জাতিক সমুদ্রপথে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করছে।
বিএসসি-এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এই প্রসঙ্গে বলেন, "এটি বিএসসির পাঁচ দশকেরও বেশি সময়ের ইতিহাসে একটি বড় অর্জন। 'এমভি বাংলার প্রগতি' প্রথম বাণিজ্যিক যাত্রায় রওনা দিয়েছে।"
তিনি আরও জানান, ৩৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে জাহাজটি বিএসসি তার নিজস্ব অর্থায়নে ক্রয় করেছে। এর ফলে সরকারি ও আন্তর্জাতিক পণ্য পরিবহনে প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও বাড়বে।
নতুন এই জাহাজ থেকে সরকার বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয়ের প্রত্যাশা করছে। জাহাজটি বুঝে নেওয়ার মাত্র চার দিনের মাথায় গত সোমবার থেকে এটিকে হংকং-ভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, জাহাজটি ভাড়া বাবদ প্রতিদিন ২০ হাজার ডলার বা ২৪ লাখ ৪০ হাজার টাকা আয় করবে বিএসসি।
বিএসসি সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরে বহরে আরও একটি নতুন জাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে, যেখান থেকেও সমপরিমাণ আয় প্রত্যাশা করা হচ্ছে। নতুন এই জাহাজ সংযোজনের ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও শক্তিশালী ও লাভজনক হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নতুন দুটি জাহাজের একটি যুক্ত হওয়ায় বর্তমানে বিএসসি-এর বহরে জাহাজের সংখ্যা বেড়ে ছয়টি হয়েছে। এর মধ্যে তিনটি তেল পরিবহনকারী ট্যাংকার এবং দুটি সাধারণ পণ্য পরিবহনের বাল্ক জাহাজ রয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি