ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ইসলামি মূলধন বাজারে গতি আনতে শরিয়াহ্‌ কাউন্সিল গঠন

২০২৫ অক্টোবর ২৬ ১৮:৪০:১৫

ইসলামি মূলধন বাজারে গতি আনতে শরিয়াহ্‌ কাউন্সিল গঠন

নিজস্ব প্রতিবেদক: দেশের শরিয়াহ্‌ভিত্তিক সিকিউরিটিজের (আইএসবিএস) উন্নয়ন ও ইসলামি মূলধন বাজারে গতি আনতে ৯ সদস্যের একটি শরিয়াহ্‌ উপদেষ্টা কাউন্সিল (এসএসি) গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ২২ অক্টোবর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত আদেশে কাউন্সিলটি গঠিত হয়। আজ রোববার (২৬ অক্টোবর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ্‌ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা, ২০২২’-এর ৪ ও ৫ নম্বর বিধি অনুযায়ী কাউন্সিলটি গঠন করা হয়েছে। বিধি অনুযায়ী, এতে ৫ জন শরিয়াহ্‌ বিশেষজ্ঞ এবং ৪ জন শিল্পখাতের বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন খুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ও শরিয়াহ্‌ বিশেষজ্ঞ প্রফেসর ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ।

কাউন্সিলের অন্য সদস্যরা হলেন— ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী; মিরপুরের জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি মাওলানা মাসউম বিল্লাহ; মালিবাগের জামিয়া শরিয়্যাহর সিনিয়র ডেপুটি মুফতি মুফতি আব্দুল্লাহ মাসউম (সিএসএএ); মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এমডি রুহুল আমিন; যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক অর্থ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ কবীর হাসান; সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত; বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সিইও ও মূলধন বাজার বিশেষজ্ঞ মো. এ. কে. মজিদুর রহমান এবং ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চিফ ফিন্যান্স অফিসার ও হিসাববিদ্যা বিশেষজ্ঞ মো. মোহাম্মদ আবদুল রহিম (এফসিএ, সিআইপিএ, সিএসএ)।

বিএসইসি আশা করছে, এই কাউন্সিল ইসলামি শরিয়াহ্‌ভিত্তিক সিকিউরিটিজ ইস্যু ও তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের ইসলামি আর্থিক বাজারকে আরও শক্তিশালী করবে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত