ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
মন্দাবাজারেও উজ্জ্বল ৬ কোম্পানি, বিনিয়োগকারীদের মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে অস্থিরতা বিরাজ করছে। টানা দরপতন, কম লেনদেন ও বিনিয়োগকারীদের হতাশার মধ্যেও কিছু কোম্পানি দেখিয়েছে ইতিবাচক দৃষ্টান্ত। গত এক মাসের ব্যবধানে ৬টি কোম্পানির শেয়ারদর ৩০ থেকে ৫১ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা বাজারে একটুখানি হলেও আশার আলো জুগিয়েছে। ডিএসই ও স্টকনাও এ তথ্য জানিয়েছে।
উত্থান ঘটানো কোম্পানিগুলো হলো— সিম টেক্সটাইল, ন্যাশনাল ফিড মিল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বিডি ফাইন্যান্স, ডমিনেজ স্টিল এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিগুলো সামগ্রিকভাবে বাজারের নেতিবাচক প্রবণতার মধ্যেও উত্থানে থেকেছে এবং বিনিয়োগকারীদের স্বস্তি দিয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি উত্থান ঘটেছে সিম টেক্সটাইল লিমিটেডের, যার শেয়ারদর এক মাসে বেড়েছে ৫১.৫২ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, কোম্পানিটি সম্প্রতি নতুন উৎপাদন ইউনিট সম্প্রসারণের বিনিয়োগকারীদের দৃষ্টি কেড়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিল লিমিটেডের, শেয়ারদর বেড়েছে ৪২.৮৬ শতাংশ। খাদ্য ও আনুষঙ্গিক খাতে কোম্পানিটির দাম অনেক নেমে গেছে বলে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বেড়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বিডি ফাইন্যান্স এবং ডমিনেজ স্টিল— এই তিনটি কোম্পানির দাম বেড়েছে যথাক্রমে ৩৬.৮৪ শতাংশ, ২৬.০৭ শতাংশ এবং ৩২.১৮ শতাংশ।
তালিকার শেষ প্রান্তে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৩০ শতাংশ। বীমা কোম্পানিটির সাম্প্রতিক আর্থিক ইতিবাচক প্রবণতার কারণে এর প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে বলে জানা গেছে।
তবে বিশ্লেষকরা বলছেন, সামগ্রিক বাজার এখনো দুর্বল। এই কোম্পানিগুলোর উত্থান মূলত খাতভিত্তিক বা কোম্পানিভিত্তিক প্রভাবের ফল। তাই বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের কোম্পানির মৌলভিত্তি ও আর্থিক অবস্থা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন তারা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির