ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

৮ সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক করেছে পে কমিশন

২০২৫ অক্টোবর ২১ ০১:০৩:৫৬

৮ সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক করেছে পে কমিশন

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত নতুন বেতন স্কেল নিয়ে আলোচনা করতে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)-২০২৫ সোমবার (২০ অক্টোবর, ২০২৫) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আটটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছে। এই বৈঠকে উপস্থিত থেকে সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের নিজস্ব প্রস্তাব ও মতামত উপস্থাপন করেছেন।

বৈঠকে অংশ নেওয়া সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (স্থানীয় সরকার বিভাগ), অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটি), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ফেডারেশন অব এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ)।

এই বৈঠকটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি নতুন এবং যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নে পে কমিশনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত