ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
টিকা না পেয়ে সড়ক অবরোধ প্রবাসীদের

ডুয়া নিউজ: টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। তাদের আন্দোলনের কারণে পান্থপথে যানচলাচল ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় ৩০০ জন প্রবাসী স্কয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন। তাদের মধ্যে বেশিরভাগই সৌদি প্রবাসী এবং কিছু ওমরা হজের যাত্রীও রয়েছেন।
তারা আজ বিভিন্ন হাসপাতালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যাওয়ার জন্য টিকা নেয়ার জন্য আসেন। কিন্তু হাসপাতালে গিয়ে তারা টিকা পায়নি, পরে জানানো হয় পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকার পাওয়া যাবে। কিন্তু স্কয়ার হাসপাতালে আসার পরও তারা টিকার সংকটের সম্মুখীন হন। এ কারণে ক্ষুব্ধ প্রবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করেন।
শেরে-বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের জানিয়েছেন, প্রবাসীরা বিভিন্ন হাসপাতাল থেকে বলা হয়েছিল যে, স্কয়ার হাসপাতালে গেলে তারা টিকা পাবেন, কিন্তু এখানে প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫টি টিকা সরবরাহ করে। ফলে অসংখ্য প্রবাসী এখানে এসে টিকার জন্য অপেক্ষা করছেন।
স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ফয়সাল জামান বলেছেন, সকাল সাড়ে আটটা থেকে প্রবাসীরা হাসপাতালের সামনে টিকার জন্য অপেক্ষা করছেন, কিন্তু বর্তমানে তাদের কাছে টিকার কোনো স্টক নেই। গতকাল যেগুলো ছিল, সেগুলোই দেয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, নতুন করে টিকা আনতে কমপক্ষে ১০-১৫ দিন লাগবে।
এদিকে, বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, ২০ জানুয়ারি সৌদি আরব সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী হজ ও ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে, যা আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্দেশনার বিষয়ে চিঠি দেয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত