ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
মালদ্বীপে প্রবাসী কল্যাণ নিয়ে হাইকমিশনারের বিএনপি নেতাদের সংলাপ
ডুয়া প্রবাস ডেস্ক :মালদ্বীপে সদ্যনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং পারস্পরিক সম্পর্কের অগ্রগতি নিয়ে মালদ্বীপ বিএনপির নেতাদের সঙ্গে সম্প্রতি একটি মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ হাইকমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রবাসীদের জীবনমান উন্নয়ন, আইনগত সুরক্ষা, কর্মসংস্থান, কনস্যুলার সেবা, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং প্রবাসী কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
সভায় হাইকমিশনার ড. নাজমুল ইসলাম প্রবাসীদের বাংলাদেশের গৌরবময় দূত হিসেবে উল্লেখ করেন এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষায় তাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার গুরুত্বে বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রবাসীরা শুধু নিজেদের জন্য নয়, বরং দেশের ভাবমূর্তি ও সম্প্রদায়ের কল্যাণে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালন করছেন।
ড. নাজমুল ইসলাম প্রবাসীদের মালদ্বীপের আইন-কানুন মেনে চলার পাশাপাশি সম্প্রদায়ের মধ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি প্রবাসীদের কাছে আশা প্রকাশ করেন, তারা মালদ্বীপে বসবাসকালে একে অপরের সহযোগী হয়ে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং প্রবাসী কল্যাণে অবদান রাখবেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ হাইকমিশনের বক্তব্যকে অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হিসেবে মূল্যায়ন করেন। তারা প্রবাসী সমাজের উন্নয়ন, আইনি সুরক্ষা এবং দেশের ভাবমূর্তি রক্ষায় হাইকমিশনের সহায়তা ও পরামর্শকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। সভার সমাপ্তিতে সকল পক্ষ একমত হন যে, প্রবাসীদের কল্যাণ এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি সংরক্ষণে এই ধরনের সংলাপ ও মতবিনিময় কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ