ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

শহিদুল আলমসহ আটক ব্যক্তিদের কারাগারে স্থানান্তর

২০২৫ অক্টোবর ১০ ০৯:২০:১২

শহিদুল আলমসহ আটক ব্যক্তিদের কারাগারে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক আলোকচিত্রী শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার গাজা অভিমুখী নৌবহরের আটককৃত অধিকারকর্মীদের একটি অংশকে ইসরায়েলি কর্তৃপক্ষ কেৎজিয়েত কারাগারে স্থানান্তর করেছে। জাহাজ দখলের পর থেকে আটককৃতরা ইসরায়েলি বাহিনীর হাতে সহিংসতার শিকার হয়েছেন বলে ফ্লোটিলার সদস্যরা জানিয়েছেন।

ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ মানবাধিকার সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম দৃক জানিয়েছে, আটককৃতদের মধ্যে সাংবাদিক, চিকিৎসক, মানবাধিকারকর্মী ও নাবিক রয়েছেন। কেৎজিয়েত কারাগরটি নেগেভ মরুভূমিতে অবস্থিত এবং এটি ইসরায়েলের বৃহত্তম আটক কেন্দ্র, যেখানে ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতন চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফ্লোটিলার এই নৌযাত্রা গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার ও ইসরায়েলের নৃশংসতা বন্ধের লক্ষ্যে শুরু করা হয়। ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগের আটটি নৌযানসহ মোট ৯টি জাহাজে আন্তর্জাতিক রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা অংশ নিয়েছিলেন।

গত বুধবার ইসরায়েলি বাহিনী নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায় এবং আইনি প্রক্রিয়া শেষে কেৎজিয়েত কারাগারে স্থানান্তর করে। আদালাহ’র আইনজীবীরা জানিয়েছেন, আটক ব্যক্তিদের অনেককে মারধর ও অপদস্থ করা হয়েছে। মুক্তি সংক্রান্ত শুনানি আজ হতে পারে, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের পূর্ণ আইনি সহায়তা প্রদানে বাধা দিচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শহিদুল আলমসহ আটক ব্যক্তিদের কারাগারে স্থানান্তর

শহিদুল আলমসহ আটক ব্যক্তিদের কারাগারে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক আলোকচিত্রী শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার গাজা অভিমুখী নৌবহরের আটককৃত অধিকারকর্মীদের একটি অংশকে ইসরায়েলি কর্তৃপক্ষ কেৎজিয়েত কারাগারে স্থানান্তর... বিস্তারিত