ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
আগের নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ভোট প্রক্রিয়া ব্যাহত করেছে: ইসি

নিজস্ব প্রতিবেদক: পূর্ববর্তী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত শক্ত অবস্থানে থেকে ভোট প্রক্রিয়াকে ব্যাহত করেছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে আসন্ন নির্বাচনকে ঘিরে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের পক্ষ থেকে ইসির প্রতি আস্থার সংকট, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়। তারা বলেন, গত ৫ আগস্টের পর জনগণের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে সেই আস্থা কীভাবে ফিরিয়ে আনা হবে, তা পরিষ্কার করা প্রয়োজন।
বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, আইনশৃঙ্খলা বিষয়ক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনার সানাউল্লাহর। পরে বক্তব্য দেন কমিশনার নিজেই।
তিনি বলেন, আমি স্বীকার করি, কিছু বাহিনী ট্রমার মধ্য দিয়ে গিয়েছে। গত ১৫–১৬ বছরে দেশে এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তন ঘটেছে, যা রাতারাতি বদলানো সম্ভব নয়।
তবে আশার কথা জানিয়ে তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে অনেক সময় নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে। এবারে হয়তো তারা ততটা প্রভাবশালী থাকবে না বরং ভালো নির্বাচনের জন্য কাজ করবে।
সানাউল্লাহ আরও বলেন, যদি এই বিশ্বাস ধরে রাখা যায়, তাহলে তাদের আত্মবিশ্বাসও ফিরে আসবে। বর্তমানে যে ঘাটতিগুলো আছে, সেগুলো সমাধানের চেষ্টা চলছে। আমাদের জাতীয় সক্ষমতাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর দিকে মনোযোগ দিচ্ছি।
তিনি জানান, কেন্দ্রভিত্তিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক হিসেবে রোভার স্কাউটদের যুক্ত করার চিন্তা করা হচ্ছে। আমরা চাই যেন আমাদের সম্পূর্ণ সক্ষমতা ব্যবহারের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যায়, বলেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা, মাঠ প্রশাসন, লজিস্টিকস ও পর্যবেক্ষণ কার্যক্রম তদারকির জন্য পাঁচটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করেছে। আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির নেতৃত্ব দিচ্ছেন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে