ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

বিসিবি নির্বাচন: বিভাজন রুখতে তামিমের প্যানেলে নতুন ছক

২০২৫ সেপ্টেম্বর ৩০ ০০:৫৬:০৬

বিসিবি নির্বাচন: বিভাজন রুখতে তামিমের প্যানেলে নতুন ছক

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থি প্যানেল অভ্যন্তরীণ বিভাজন ও বিপর্যয় এড়াতে শেষ মুহূর্তে নতুন ছক কষছে। মূল প্যানেলে জায়গা না পাওয়ায় বোর্ডের বর্তমান দুই পরিচালক ইফতিখার রহমান মিঠু ও মঞ্জুরুল আলমের আলাদাভাবে নির্বাচন করার ঘোষণার পর এই ফাটল মেরামতের চেষ্টা শুরু হয়েছে।

জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত প্যানেলটি কিছুটা হ-য-ব-র-ল অবস্থায় ছিল। শেষ মুহূর্তে হাই-প্রোফাইল প্রার্থী ইশরাক হোসেনের সরে যাওয়া একটা ধাক্কা দেয়। সেই শূন্যতা পূরণে বিএনপির চারজন বড় নেতার সন্তান ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহীম আহমেদ, ইয়াসির আব্বাস এবং ওমর শরীফ মোহাম্মদ ইমরানকে তড়িঘড়ি করে যুক্ত করা হয়েছিল।

প্যানেলে জায়গা না পাওয়া ইফতিখার রহমান মিঠু ও মঞ্জুরুল আলম আলাদা নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় তামিমপন্থি শিবিরে একটি অঘোষিত ফাটল দেখা দেয় এবং বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে সোমবার দিনভর কয়েক দফা বৈঠকে বসেন প্যানেলের শীর্ষ কর্তারা।

সোমবার রাতে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, তামিম ইকবালের প্যানেলে ইফতিখার রহমান মিঠু, মঞ্জুরুল আলম, ফায়জুর রহমান মিতু ও বোরহান হোসেন পাপ্পুর অন্তর্ভুক্তির দাবি উঠেছে জোরেশোরে। দাবি তোলা হয়েছে, টি স্পোর্টসের দুই প্রার্থী শানিয়ান তানিম ও ইশতিয়াক সাদেকের যেকোনো একজনকে বাদ দিয়ে হলেও এই চারজনকে প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে। তবে খোদ তামিম ইকবাল টি স্পোর্টসের দুই প্রার্থীকেই রাখতে আগ্রহী বলে জানা গেছে।

এছাড়া, বিএনপিপন্থিদের বৈঠকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব পর্যায়)-এ যে ৯:৩ ফর্মুলা (তামিমপন্থিদের ৯ জন ও বুলবুল পন্থিদের ৩ জন) প্রস্তাব করেছেন, সেটি বদলে ১১:১ বা ১০:২ করার অনুরোধ জানানোর বিষয়েও আলোচনা হয়েছে।

তামিমপন্থিদের একাংশ ক্রীড়া উপদেষ্টাকে জানাতে চায় যে, তারা বুলবুলকে সভাপতি এবং তামিমকে সহ-সভাপতি মেনে নিয়েই সমঝোতায় যেতে রাজি। তবে ক্লাব পর্যায় থেকে তাদের পরিচালক সংখ্যা অন্তত ১০ বা ১১ জনে বাড়াতে হবে। সে ক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার প্রস্তাবিত ৩ জনের বদলে বুলবুলপন্থিদের জন্য ১ বা সর্বোচ্চ ২ জনের অন্তর্ভুক্তি চাওয়া হবে।

চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ক্রীড়া উপদেষ্টার ইচ্ছে ও মানসিকতার ওপর। তিনি তার অবস্থানে অনড় থাকলে, তামিমপন্থি প্যানেলে আগে প্রস্তাবিত ৯ জনই থাকবেন এবং তার পছন্দের ফারুক আহমেদ, মেজর (অব.) ইমরোজ ও আমজাদ হোসেন যুক্ত হবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত