ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কীভাবে ভোট দেবেন, সেই পদ্ধতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) ইসির ওয়েবসাইটে দুটি নির্দেশিকা প্রকাশের মাধ্যমে এই প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
প্রবাসীদের প্রথমে গুগল প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর ‘লগইন’ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মোবাইল নম্বর প্রবেশ করালে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে, যা দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। এরপর নিজের ছবি তুলতে হবে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে নিয়ে একটি সেলফি তুলতে হবে। যদি পাসপোর্ট থাকে, তবে এনআইডি বা পাসপোর্টের ছবি আপলোড করতে হবে। সবশেষে, বিদেশ অবস্থানরত বর্তমান ঠিকানার তথ্য দিলেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। সিস্টেম থেকে সকল তথ্য যাচাইয়ের পর সত্যতা মিললে অ্যাপে ‘আপনি এখন নিবন্ধিত’ লেখা প্রদর্শিত হবে। এরপর ব্যালট পেপারের জন্য অপেক্ষা করতে হবে।
ইসির নির্দেশিকা অনুযায়ী, নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারের তথ্য চলে যাবে এবং সে অনুযায়ী একটি পৃথক ভোটার তালিকা তৈরি হবে। ইসি কর্তৃক নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ভোটারের বর্তমান ঠিকানায় মার্কা বা প্রতীক সম্বলিত ব্যালট তিনটি খামে করে পাঠাবেন। এর মধ্যে একটি খামের ভেতর আরও দুটি খাম থাকবে, যার একটিতে থাকবে ব্যালট পেপার। অন্য খামটিতে আসন নম্বর ও রিটার্নিং কর্মকর্তার ঠিকানা উল্লেখ থাকবে। ভোটার ব্যালট পেপার বের করে ভোট দিয়ে দ্বিতীয় খামটিতে ভরে নিকটস্থ পোস্ট বক্সে জমা দিলেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার পাঠানো খাম পেলে ভোটার তার অ্যাপে প্রবেশ করে মোবাইল নম্বর নিশ্চিত করবেন এবং নিজের ছবি তুলবেন। এরপর খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করলেই ভোটার তার আসনের সকল প্রার্থীর নাম দেখতে পাবেন, যা প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর দেখা যাবে। প্রার্থীর তালিকা দেখার পর ভোটার তার কাছে পাঠানো খাম খুলে ব্যালট পেপার বের করে ভোট দেবেন এবং একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন। এরপর ব্যালট পেপার খামে ভরে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এবার পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে কারাগারে থাকা ব্যক্তিরা এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ঝড়ের গতিতে উত্থান, রকেটের গতিতে পতনের শেয়ার