ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

লিবিয়া থেকে ১৭৬ বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৪:১০:০৬

লিবিয়া থেকে ১৭৬ বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক :ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় আরও ১৭৬ বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন। সরকারি সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) তারা লিবিয়া ত্যাগ করে বুরাক এয়ারলাইন্সের ইউজেড২২২ ফ্লাইটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালেই দেশে পৌঁছান। ফেরত আসা প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সেবা প্রদান করা হয়েছে।

ফেরত আসা বাংলাদেশিরা লিবিয়ার বিভিন্ন স্থানে দীর্ঘদিন বন্দি ছিলেন এবং মানবিক সহায়তা ছাড়াই অসহায় অবস্থায় ছিলেন। সরকারের সঙ্গে আইওএম-এর সমন্বয়ে তাদের নিরাপদ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই ফেরত কার্যক্রম প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। সরকারের প্রত্যাশা, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত হবে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত