ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে ঢাকার চীনা দূতাবাস।
রোববার (১৪ সেপ্টেম্বর) দূতাবাস থেকে পাঠানো এক নোটিশে এই নতুন নির্দেশনা জানানো হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো আবেদন প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করা।
নতুন প্রক্রিয়া অনুযায়ী, আবেদনকারীদের এখন থেকে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর ওয়েবসাইটে প্রাথমিক পর্যালোচনার ফলাফল পাওয়া যাবে। যদি ফলাফলে 'সংশোধন' বা 'পরিপূরক নথি' সরবরাহের কথা উল্লেখ থাকে, তবে দ্রুত তা সংশোধন বা জমা দিয়ে পুনরায় আবেদন করতে হবে। যদি 'ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি' আসে, আবেদনকারীকে নির্ধারিত তারিখে দূতাবাসে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে।
প্রাথমিক পর্যালোচনায় আবেদন অনুমোদিত হলে, আবেদনকারী বা তাদের প্রতিনিধিকে পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। এই ধাপে বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ) এবং ভিসা ফি জমা দিতে হবে। তবে ১৪ বছরের কম বয়সী, ৭০ বছরের বেশি বয়সী, গত পাঁচ বছরে আঙুলের ছাপ দেওয়া আবেদনকারী বা শারীরিক কারণে আঙুলের ছাপ দিতে অক্ষম ব্যক্তিদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য হবে না।
আবেদনকারীরা নির্ধারিত তারিখে ভিসা সংগ্রহ করতে পারবেন। সাধারণত নিয়মিত প্রক্রিয়ায় চার কর্মদিবসের মধ্যে ভিসা দেওয়া হয়, তবে জরুরি প্রক্রিয়ায় তিন কর্মদিবসেই ভিসা সংগ্রহ করা যায়।
দূতাবাস জানিয়েছে, যদি কোনো এজেন্সি ভিসা আবেদন করে এবং প্রাথমিক পর্যবেক্ষণে তা প্রত্যাখ্যাত হয়, তবে তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বা সংশোধন জমা দিতে হবে। প্রাথমিক অনুমোদনের পর দুই কর্মদিবসের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে এবং এক কর্মদিবসের মধ্যে ভিসা সরবরাহ করা হবে।
চীনা দূতাবাস আবেদনকারীদের ভ্রমণ পরিকল্পনায় কোনো বিলম্ব এড়াতে নতুন নির্দেশনা ও সময়সীমা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস