ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে ঢাকার চীনা দূতাবাস।
রোববার (১৪ সেপ্টেম্বর) দূতাবাস থেকে পাঠানো এক নোটিশে এই নতুন নির্দেশনা জানানো হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো আবেদন প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করা।
নতুন প্রক্রিয়া অনুযায়ী, আবেদনকারীদের এখন থেকে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর ওয়েবসাইটে প্রাথমিক পর্যালোচনার ফলাফল পাওয়া যাবে। যদি ফলাফলে 'সংশোধন' বা 'পরিপূরক নথি' সরবরাহের কথা উল্লেখ থাকে, তবে দ্রুত তা সংশোধন বা জমা দিয়ে পুনরায় আবেদন করতে হবে। যদি 'ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি' আসে, আবেদনকারীকে নির্ধারিত তারিখে দূতাবাসে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে।
প্রাথমিক পর্যালোচনায় আবেদন অনুমোদিত হলে, আবেদনকারী বা তাদের প্রতিনিধিকে পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। এই ধাপে বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ) এবং ভিসা ফি জমা দিতে হবে। তবে ১৪ বছরের কম বয়সী, ৭০ বছরের বেশি বয়সী, গত পাঁচ বছরে আঙুলের ছাপ দেওয়া আবেদনকারী বা শারীরিক কারণে আঙুলের ছাপ দিতে অক্ষম ব্যক্তিদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য হবে না।
আবেদনকারীরা নির্ধারিত তারিখে ভিসা সংগ্রহ করতে পারবেন। সাধারণত নিয়মিত প্রক্রিয়ায় চার কর্মদিবসের মধ্যে ভিসা দেওয়া হয়, তবে জরুরি প্রক্রিয়ায় তিন কর্মদিবসেই ভিসা সংগ্রহ করা যায়।
দূতাবাস জানিয়েছে, যদি কোনো এজেন্সি ভিসা আবেদন করে এবং প্রাথমিক পর্যবেক্ষণে তা প্রত্যাখ্যাত হয়, তবে তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বা সংশোধন জমা দিতে হবে। প্রাথমিক অনুমোদনের পর দুই কর্মদিবসের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে এবং এক কর্মদিবসের মধ্যে ভিসা সরবরাহ করা হবে।
চীনা দূতাবাস আবেদনকারীদের ভ্রমণ পরিকল্পনায় কোনো বিলম্ব এড়াতে নতুন নির্দেশনা ও সময়সীমা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত