ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন
                                    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, 'গণতন্ত্রের রীতি অনুযায়ী সবাইকে অভিনন্দন জানানো উচিত। দীর্ঘদিন পর নির্বাচন হয়েছে, তাই কিছু ত্রুটি-বিচ্যুতি স্বাভাবিক।'
বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যদিও শিবির সরাসরি নির্বাচনে অংশ নেয়নি, তবে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জয়ে তিনি তাদের শুভকামনা জানান। তিনি ডাকসু ও চাকসুর সাবেক নেতাদের প্রসঙ্গ টেনে বলেন, তাদের অনেকেই পরবর্তীতে বড় রাজনীতিবিদ হয়েছেন, আবার অনেকে এখনও রাজনীতিতে সংগ্রাম করছেন। তিনি এটিকে শিক্ষাঙ্গন ও জাতীয় রাজনীতির বাস্তব চিত্র বলে উল্লেখ করেন।
তিনি মনে করেন, ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা আছে, কারণ দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনগুলো মূলত ছাত্র আন্দোলনের মাধ্যমেই এসেছে। তাই ছাত্র সংসদ ও ছাত্র রাজনীতির সঙ্গে বৃহৎ রাজনীতির সংযোগ থাকা জরুরি।
এদিকে, ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. আবিদুল ইসলাম খান পান ৫,৭০৮ ভোট।
জিএস পদে এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের তানভীর বারী হামীম (৫,২৮৩ ভোট), প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু (৪,৯৪৯ ভোট), এবং বৈষম্যবিরোধী প্যানেলের আবু বাকের মজুমদার (২,১৩১ ভোট)।
এজিএস পদে ঐক্যবদ্ধ জোটের মহিউদ্দীন খান ১১,৭৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ পান ৫,০৬৪ ভোট।
এছাড়া, বিভিন্ন সম্পাদক ও সদস্য পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন: মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া।
সদস্য পদে বিজয়ী হয়েছেন সাবিকুন্নাহার তামান্না, সর্বমিত্র চাকমা, আনাস ইবনে মুনির, ইমরান হোসেন, তাজিনুর রহমান, মেফতাহুল হোসেন আল মারুফ, বেলাল হোসাইন অপু খান, রাইসুল ইসলাম, শাহিনুর রহমান, মোছা. আফসানা আক্তার, এবং রায়হান উদ্দীন।
তিনটি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন: সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি এবং সমাজসেবা সম্পাদক মো. যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের)।
এর আগে, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৯,৮৭৪ জন ভোটারের জন্য ৮১০টি বুথ স্থাপন করা হয়েছিল। ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক