ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

নুরের ওপর হামলা তদন্তে বিচারপতির নেতৃত্বে কমিশন গঠিত

২০২৫ সেপ্টেম্বর ০৫ ০১:৫০:৩৬

নুরের ওপর হামলা তদন্তে বিচারপতির নেতৃত্বে কমিশন গঠিত

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য সরকার তিন সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা এই তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী এক মাসের মধ্যে বা ৩০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

কমিশনের প্রধান কাজ হবে গত ২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর হামলা এবং তাকে গুরুতর আঘাত করার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ করা। এছাড়াও, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কেও কমিশন সুপারিশ প্রদান করবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিশনকে সাচিবিক সুবিধাসহ সব ধরনের সহায়তা প্রদান করবে এবং কমিশনের প্রয়োজনীয় ব্যয়ভার বহন করবে। কমিশনকে সহায়তা করার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার ক্ষমতাও কমিশনকে দেওয়া হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কমিশন গঠনের কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক নুর গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। এই ঘটনার পর থেকেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার তাকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত