ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
নুরের অবস্থা স্থিতিশীল, তবে দীর্ঘমেয়াদী জটিলতার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও একাধিক আঘাতের কারণে দীর্ঘমেয়াদী জটিলতা ও তীব্র ব্যথা দেখা দিয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে নুরের ব্যক্তিগত চিকিৎসক সাজ্জাদ হোসেন রাসেলের বরাত দিয়ে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
আবু হানিফ জানান, নুরুল হক নুরের মাথা ও মুখ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বারবার আঘাত সত্ত্বেও বয়স কম হওয়ায় শরীর এখনও তা সহ্য করতে পারছে, যা আল্লাহর অশেষ রহমত। তবে চিকিৎসক আশঙ্কা করছেন, এই আঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব ভবিষ্যতে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।
চিকিৎসক সাজ্জাদ হোসেন জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আঘাতের কারণে নানা ধরনের জটিলতা ধরা পড়েছে। শুধুমাত্র মাথা ও মুখ নয়, শরীরের অন্যান্য অংশেও আঘাতজনিত সমস্যা দেখা দিয়েছে। এই সকল জটিলতার কারণে নুরকে তীব্র ব্যথা সহ্য করতে হচ্ছে এবং তার পূর্ণ বিশ্রাম প্রয়োজন। এই মুহূর্তে শুভাকাঙ্ক্ষীদের সরাসরি দেখা না করে দোয়া করার উপরই বেশি জোর দেওয়া হচ্ছে।
নুরুল হক নুরের চিকিৎসা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ডা. সাজ্জাদ হোসেন উল্লেখ করেছেন, তার নিবিড় পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। এছাড়া আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে এবং নিয়মিত ফলোআপ করাও গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত হন নুর। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
নুরের পরিবারও তার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বিগ্ন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দীর্ঘমেয়াদী জটিলতা এবং আঘাতজনিত সমস্যা থাকায় পরিবার ও সকল সমর্থকের ধৈর্য, সহানুভূতি ও দোয়া এখন অত্যন্ত জরুরি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস