ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
এনসিপি থেকে পদত্যাগ করা কে এই নীলা ইস্রাফিল
.jpg)
বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনের আলোচিত একটি নাম নীলা ইস্রাফিল। মাঝে মাঝেই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আলোচনায় উঠে আসেন গোপালগঞ্জ জেলার মেয়ে নীলা। জুনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। আজ হঠাৎ এনসিপি থেকে পদত্যাগ করে ফের আলোচনায় এসেছেন তিনি। তার বিভিন্ন কর্মকাণ্ড মানুষের মনে নানান আলোচনা-জল্পনার জন্ম দেয়।
জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী নীলা ইস্রাফিল।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ছিলেন নীলা ইস্রাফিল। গত ৫ আগস্ট শেখা হাসিনা পালিয়ে যাওয়ার পর অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের গড়া রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেন তিনি। এরপর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও দেখা গেছে তাকে।
এর আগে নীলার সাবেক শ্বশুর প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ ও নিজ দল এনসিপি নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তুমুল আলোচনায় আসেন তিনি।
আজ সোমবার (২৮ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এনসিপিকে ‘নীতিহীন’ এবং ‘রিফিউজ (Reject) দল’ আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।নিজের একাউন্টে দেওয়া পোস্টে নীলা ইস্রাফিল লেখেন, “এনসিপি (NCP) একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।”
নতুন দলটির প্রতি অভিযোগ তুলে নীলা লেখেন, “একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না; বরং সে দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।”
পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি লেখেন, “আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির (NCP) সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান (reject) করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হবো না।”
নীলা ইসরাফিল একাধারে মডেল ও অভিনেত্রী হিসেবে টেলিভিশন, ইউটিউব ও বিজ্ঞাপনমাধ্যমে নিজের পরিচিতি গড়েছেন। সম্প্রতি ঈদ উপলক্ষে প্রচারিত হয়েছে তার অভিনীত দুইটি নাটক, সকাল আহমেদ পরিচালিত ‘কে খুনী’ ও ‘ব্রেক আপ ইন’। নাটক দুটি ইউটিউবেও প্রকাশ পেয়েছে।
মডেল হিসেবেও নীলা বেশ সক্রিয়। মেজবাউর রহমান সুমনের নির্দেশনায় ‘বিকাশ’ এবং পলকের পরিচালনায় ‘জিপি’র বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। এর আগে তিনি রায়হানের নির্দেশনায় একটি মশার কয়েলের বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপনজগতে পা রাখেন। এখন পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
অভিনয়ের শুরুটা হয় অনিমেষ আইচ পরিচালিত নাটক ‘কুয়া’র মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেছেন একাধিক ধারাবাহিকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো,‘ঘর সংসার’, ‘টিরিগিরি টক্কা’ এবং ‘ফুল এইচডি’।
সিনেমা জগতে নীলার অভিষেক ঘটে আবীর খান পরিচালিত ‘পোস্টমাস্টার ৭১’ সিনেমার মাধ্যমে। এটি তার একমাত্র মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। বর্তমানে তিনি ধ্রুব’র পরিচালনায় আরেকটি সিনেমায় অভিনয় করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস