ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

প্রবাসীদের জন্য যাত্রাবান্ধব ব্যাগেজ নীতি, থাকছে করছাড়

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০২ ২২:৫০:৫১
প্রবাসীদের জন্য যাত্রাবান্ধব ব্যাগেজ নীতি, থাকছে করছাড়

প্রবাসীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ শিরোনামের নতুন নিয়ম বুধবার (২ জুলাই) থেকে কার্যকর হয়েছে, যা মোবাইল ফোন ও স্বর্ণালংকার আনার ক্ষেত্রে বাড়তি সুবিধা দিচ্ছে। তবে একইসঙ্গে অপব্যবহার রোধে কঠোর শর্তও আরোপ করা হয়েছে।

২ জুন প্রাথমিকভাবে জারি হওয়া এই বিধিমালার খসড়া নিয়ে বিভিন্ন মহলের মতামতের ভিত্তিতে এনবিআর কিছু সংশোধনী আনে। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে সাধারণ যাত্রীরা শুল্কমুক্তভাবে বছরে একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। অন্যদিকে বিএমইটি কার্ডধারী এবং অন্তত ছয় মাস বিদেশে অবস্থানকারী প্রবাসীরা শুল্ক ছাড়াই বছরে দুটি মোবাইল ফোন আনতে পারবেন।

স্বর্ণালংকার বা রৌপ্য অলংকার আনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। বছরে একবার যাত্রীরা সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার বা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন কোনো ধরনের শুল্ক বা কর ছাড়াই। তবে স্বর্ণবার আনতে হলে যাত্রীদের প্রতি ১০ তোলা বার বিপরীতে পাঁচ হাজার টাকা শুল্ক-কর দিতে হবে এবং তা বছরে একবারই আনার অনুমতি মিলবে।

ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে এনবিআর এবার একটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করেছে। যাত্রীদের কাস্টমস হল ত্যাগ করার আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।

যাত্রাবান্ধব এই সংস্কার প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন বলেই মনে করা হচ্ছে। সরকার আশা করছে, এতে একদিকে যাত্রীরা উপকৃত হবেন, অন্যদিকে শুল্ক ফাঁকির ঝুঁকি হ্রাস পাবে এবং কাস্টমস বিভাগ আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত