ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
ইরানে বাংলাদেশিদের সংকট: সহায়তায় রাজি পাকিস্তান
ইরান-ইসরায়েল সংঘাত অব্যাহত থাকায় সরকার তেহরান থেকে বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফেরাতে চায়। বাংলাদেশের প্রস্তাবে পাকিস্তানের নীতিগত সম্মতি আছে। ইরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে চায় দেশটি। তবে এখনো ইসলামাবাদ বাংলাদেশিদের ফেরার প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
তেহরান-ইসলামাবাদের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, তেহরানের বাংলাদেশ দূতাবাস সেখানকার পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক পত্র দিয়েছে। সেই পত্রে তেহরান থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশিদের দেশে ফেরানোসহ প্রাথমিকভাবে ৯০ বাংলাদেশির তালিকা হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশিদের ফেরানো নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসাইন খান। বুধবার (১৮ জুন) পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি এ বিষয়ে আলোচনা করেছেন।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সহযোগিতায় রাজি হয়েছে পাকিস্তান। ইসলামাবাদের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তেহরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দিয়েছে পাকিস্তান সরকার।
তবে এজন্য ইরানে অবস্থানরত বাংলাদেশিদের অনলাইনে ভিসার আবেদন করতে বলা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরানে ইন্টারনেট সংযোগ সীমিত থাকায় এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি পাকিস্তানকে অবহিত করেছে তেহরানের বাংলাদেশ দূতাবাস।
তেহরানের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বর্তমানে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশিদের আগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় গুরুত্ব দিচ্ছে দূতাবাস। ইতোমধ্যে পাকিস্তান দূতাবাসকে ৯০ বাংলাদেশির একটি তালিকাও হস্তান্তর করেছে বাংলাদেশ দূতাবাস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সরকার পরিকল্পনা করছে বাংলাদেশিদের স্থলপথে তেহরান থেকে ইরান-পাকিস্তান সীমান্ত পার করিয়ে পাকিস্তানে নেওয়ার। সেখান থেকে করাচি হয়ে দুবাই হয়ে ঢাকায় ফেরত আনার পরিকল্পনা রয়েছে। যেহেতু ইরানের আকাশপথ এখনো বন্ধ রয়েছে, তাই স্থলপথই একমাত্র বিকল্প।
ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের সূত্র জানায়, ভিসার প্রক্রিয়া সহজ করতে অনলাইনে আবেদন ছাড়াও পাসপোর্ট সরাসরি জমা দেওয়ার বা বিশেষ বিবেচনায় অন-অ্যারাইভাল অনুমতি দেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা চলছে। তবে যারা বৈধ কাগজপত্র এবং কূটনৈতিক পাসপোর্টধারী, তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার আশঙ্কা নেই। অবৈধ অভিবাসীদের বিষয়ে কিছু জটিলতা থাকলেও সমাধানের চেষ্টা চলছে।
জানা গেছে, তেহরানে বর্তমানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। এদের মধ্যে ১০০ জনের মতো দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। অনেকে ইতোমধ্যে শহর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। রাষ্ট্রদূতসহ দূতাবাসের ৪০ জন কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার নিরাপদ স্থানে অবস্থান করছেন।
এ ছাড়া ইরানের অন্যান্য অঞ্চলে আরও প্রায় ৬০০ জন বাংলাদেশি আছেন, যারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। প্রায় ৮০০ জন অবৈধ অভিবাসী বিভিন্ন খাতে কর্মরত। পাশাপাশি ২০০ শিক্ষার্থী এবং মানবপাচারের শিকার হয়ে অবস্থানরত ৩০০ থেকে ৫০০ বাংলাদেশি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই পরিস্থিতির মধ্যে গত ১৫ জুন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ ইরানের সঙ্গে থাকা সীমান্ত ও ক্রসিং পয়েন্টগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তবে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ বিবেচনায় সীমান্ত পারাপারের বিষয়ে আলোচনা চলছে।
পাকিস্তান সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও নীতিগতভাবে তারা সহযোগিতায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা