ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকা থেকে উড্ডয়নের পরপরই ২৯০ যাত্রীর তার্কিশ বিমানের ইঞ্জিনে আগুন

২০২৫ মে ২০ ০৯:৫৮:৫২
ঢাকা থেকে উড্ডয়নের পরপরই ২৯০ যাত্রীর তার্কিশ বিমানের ইঞ্জিনে আগুন

ডুয়া ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইনসের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানে ছিলেন ২৯০ জন যাত্রী।

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে তার্কিশ এয়ারলাইনসের TK713 ফ্লাইটটি (এয়ারবাস A330-303) শাহজালাল বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর পাইলট বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। তখনই তিনি দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিমানটি প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে অবশেষে সকাল ৮টা ১৫ মিনিটে জরুরি অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট ইঞ্জিনে সমস্যার ইঙ্গিত পান। ধারণা করা হচ্ছে, এটি বার্ড হিটের (পাখির ধাক্কা) কারণে হয়ে থাকতে পারে। তবে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি নিরাপদে ফেরত আনেন।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের প্লেন থেকে নামিয়ে হোটেলে নেওয়ার ব্যবস্থা করেছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ১৬ মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় সেটিও নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। ফ্লাইটটিতে শিশুসহ ৭১ জন যাত্রী ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে