ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা

২০২৫ মে ১৭ ১৪:৫৪:৫৮
উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা

ডুয়া ডেস্ক: নির্বাচন কমিশনের গেজেট ও উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে হস্তান্তরের দাবি জানিয়েছেন তার সমর্থকেরা।

শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে নগর ভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেওয়া ইশরাকপন্থীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন।

উল্লেখ্য, নগর ভবনেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী কার্যালয় অবস্থিত। এখানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে চলমান বিক্ষোভের কারণে শনিবার তিনি নগর ভবনে উপস্থিত হননি।

এর আগে গত ২৭ এপ্রিল, আদালতের নির্দেশনা অনুসরণ করে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে। তবে এখনও পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় তার শপথ গ্রহণের ব্যবস্থা নেয়নি। এ প্রেক্ষিতে ইশরাকের অনুসারীরা মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে আন্দোলনে নেমেছেন।

এদিকে ‘ঢাকাবাসী’ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামীকাল (রোববার) আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার দপ্তরের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকেও নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে