ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া-ইউক্রেনের প্রথম সরাসরি আলোচনার সূচনা

২০২৫ মে ১৬ ২০:৪৭:৫৮
যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া-ইউক্রেনের প্রথম সরাসরি আলোচনার সূচনা

ডুয়া ডেস্ক: তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধে তুরস্কে প্রথমবারের মতো রাশিয়া-ইউক্রেন কর্মকর্তাদের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো। ২০২২ সালের পর দুই দেশের প্রতিনিধিদের প্রথম মুখোমুখি আলোচনা এটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংঘাতের অবসান ঘটাতে শুক্রবার (১৬ মে) ইস্তাম্বুলে এই বৈঠক করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বসফরাসের বিলাসবহুল ডলমাবাহচে প্রাসাদে রুশ এবং ইউক্রেনীয় আলোচকদের সঙ্গে কথা বলছেন। এ সময় এক টেবিলে রাশিয়ান প্রতিপক্ষের মুখোমুখি ছিলেন ইউক্রেনের প্রতিনিধিরা।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন, ‘যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি অর্জন করা অত্যন্ত জরুরি।’ তিনি উভয় পক্ষের শান্তি প্রতিষ্ঠার আগ্রহ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন, এটি শান্তির নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে।

তিনি বলেন, ‘আমাদের সামনে দুটি পথ আছে একটি পথ আমাদের শান্তির দিকে নিয়ে যাবে, অন্যটি নিয়ে যাবে ধ্বংসের দিকে। উভয় পক্ষ তাদের নিজস্ব ইচ্ছায় সিদ্ধান্ত নেবে যে তারা কোন পথ বেছে নেবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কে অবস্থান করলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে যাননি। তিনি তার প্রতিনিধি দল পাঠিয়েছেন। ফলে এই আলোচনা ফলপ্রসূ হবে কি হবে না, এ সংশয় মাথায় রেখেই আলোচনায় বসেছে দু’দেশের প্রতিনিধি দল।

ইউক্রেনের প্রতিনিধিদলের প্রধান প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ কিয়েভের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি বলেন, রাশিয়া যদি ৩০ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে, অপহৃত ইউক্রেনীয় শিশুদের মুক্তি দেয় এবং সমস্ত যুদ্ধবন্দীদের বিনিময়ে সম্মত হয়, তবেই শান্তি সম্ভব। অন্যদিকে, রাশিয়া জানিয়েছে তারা কূটনৈতিক উপায়ে যুদ্ধ সমাপ্ত করতে চায় এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

তুরস্কে সরাসরি আলোচনার প্রস্তাব করেছিলেন পুতিন। কিন্তু তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরিবর্তে তিনি পাঠিয়েছিলেন মধ্য-স্তরের কর্মকর্তাদের একটি দল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে