ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার পেছনে ড. তুহিন মালিকের চাঞ্চল্যকর তথ্য

২০২৫ মে ১৬ ১২:৩১:৫৩
জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার পেছনে ড. তুহিন মালিকের চাঞ্চল্যকর তথ্য

ডুয়া ডেস্ক: গত বছরের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে পতন ঘটে ফ্যাসিস্ট আওয়ামী লীগের। এর পর গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রতি আন্দোলনের নেতৃস্থানীয় তরুণদের অন্যতম দাবি ছিল “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ। তবে আন্দোলনের প্রায় নয় মাস পেরিয়ে গেলেও এখনও সেই ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি সরকার। একাধিকবার ঘোষণাপত্র প্রকাশের দিন নির্ধারণ করা হলেও তা বারবার পিছিয়ে গেছে।

এবার এই বিলম্ব নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশে কী ধরনের অন্তরায় কাজ করছে তা নিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন।

এর আগে, চলতি মাসের ১০ তারিখে সরকার “জুলাই বিপ্লব”-এর নেতাদের গণদাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এবং জানায়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তভাবে প্রকাশ করা হবে। কিন্তু এরপর থেকেই পরিস্থিতি অশান্ত হতে শুরু করেছে বলে মন্তব্য করেন তুহিন মালিক। তিনি প্রশ্ন তুলেছেন, কেন নয় মাস পেরিয়ে গেলেও এখনো প্রকাশিত হয়নি সেই প্রতীক্ষিত ঘোষণাপত্র?

ফেসবুক পোস্টে তুহিন মালিক লিখেছেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের বন্দোবস্ত। সে কারণেই রাজনৈতিক দল, সিভিল-মিলিটারি আমলাতন্ত্র, সুবিধাভোগী সিভিল সোসাইটির কেউ চায় না বিদ্যমান এই কাঠামোর পরিবর্তন হোক।’

কারা জুলাই ঘোষণাপত্র প্রকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তা জানিয়ে তুহিন মালিক লিখেছেন, ‘অতীতের ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরা চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হোক। বর্তমান ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরাও চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হোক। ভবিষ্যতে ক্ষমতায় আসলে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধা প্রাপ্তির আশাবাদীরাও চাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হোক।’

কেন এতদিনেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা গেল না সেই প্রশ্ন তুলে তুহিন মালিক লিখেন, ‘৫ই আগস্টের পর ফ্যাসিবাদী সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতার নামে সরকার গঠিত হয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারী করা হলো না কেন? এরপর প্রায় পাঁচ মাস পর গত ৩১ ডিসেম্বর ছাত্ররা শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চাইলেও ৩০ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরও ঘোষণাপত্র জারী করা হলো না কেন? ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পরও ঘোষণাপত্র জারী করা হলো না কেন?’

তিনি আরও লিখেন, ‘সর্বশেষ গণদাবীর প্রেক্ষিতে গত ১০ মে রাতে সরকার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার ঘোষণা দিতে বাধ্য হয়েছে। এরপর থেকেই চারিদিক অশান্ত। কেন নয় মাসেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা যায়নি?’

সবশেষ জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার পেছনে কারণ জানিয়ে তুহিন মালিক লিখেন, ‘কারণ ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর সুবিধাভোগীরা কখনই চায় না বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন হোক। এর সবচেয়ে বড় কারণ হলো- ১৯৭২ সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায়।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে