ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

রেমিট্যান্সে শীর্ষে মধ্যপ্রাচ্যের দুই দেশ

২০২৫ মে ১৩ ০৯:৪১:০৪
রেমিট্যান্সে শীর্ষে মধ্যপ্রাচ্যের দুই দেশ

ডুয়া নিউজ: চলতি অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড গড়েছে দেশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশে এসেছে ২ হাজার ৪৫৪ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩৪ শতাংশ বেশি।

দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ শ্রমিক পাঠানোর পরও রেমিট্যান্সের তালিকায় পেছনে থাকা সৌদি আরব এবার উঠে এসেছে শীর্ষ অবস্থানে। এপ্রিল মাসে দেশে আসা মোট ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্সের মধ্যে সৌদি আরব থেকে এসেছে ৪৯ কোটি ১৪ লাখ ডলার, যা এককভাবে মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৬ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে ৩৭ কোটি ২১ লাখ ডলার। যুক্তরাষ্ট্র ৩৩ কোটি ডলার (১২ শতাংশ) রেমিট্যান্স পাঠিয়ে অবস্থান করেছে তৃতীয়তে। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য (২৯ কোটি ৪১ লাখ ডলার) ও মালয়েশিয়া (২১ কোটি ৯ লাখ ডলার)।

শীর্ষ ১০ রেমিট্যান্স-প্রেরণকারী দেশের তালিকায় আরও রয়েছে—কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার। এসব দেশ থেকে আসা বৈদেশিক মুদ্রা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে