ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

‘এ’ ক্যাটাগরির শেয়ারের বিরল দিন

২০২৫ মে ১২ ২১:৪২:৪০
‘এ’ ক্যাটাগরির শেয়ারের বিরল দিন

ডুয়া নিউজ: শেয়ারবাজারে দর বৃদ্ধি ও পতনের শীর্ষ তালিকায় সাধারণত প্রতিদিনই ‘এ’, ‘বি’ ও ‘জেড’ ক্যাটাগরিরর শেয়ার মিলেমিশে থকে। তবে আজ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ‘এ’ ক্যাটাগরির শেয়ারের আধিক্য থাকলেও পতনের শীর্ষ তালিকায় অনুপস্থিত ছিল।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস) আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ‘এ’ ক্যাটাগরির শেয়ার ছিল ৬টি। আর ‘বি’ ক্যাটাগরির ছিল ৩টি এবং ‘জেড’ ক্যাটাগরির ১টি। কোম্পানিগুলো হলো-নর্দার্ন ইন্স্যুরেন্স (এ), খান ব্রাদার্স (বি), সাউথবাংলা ব্যাংক (বি), আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড (এ), ইউসিবি ব্যাংক (এ), ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফার ক্যামিক্যাল (বি), বিডি ফাইন্যান্স (জেড), এনআরবিসি ব্যাংক (এ) ও প্রাইম ইন্স্যুরেন্স (এ)।

অন্যদিকে, আজ দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ‘বি’ ক্যাটাগরির ছিল ৪টি ও ‘জেড’ ক্যাটাগরিরর ছিল ৬টি। ‘এ’ ক্যাটাগরিরর কোন কোম্পানি ছিল না। কোম্পানিগুলো হলো-বে-লিজিং (জেড), বারাকা পাওয়ার (বি), প্রিমিয়ার লিজিং (জেড), মেট্রো স্পিনিং (জেড), ইউনিয়ন ক্যাপিটাল (জেড), প্রগ্রেসিভ লাইফ (জেড), শাইনপুকুর সিরামিকস (বি), জিএসপি ফাইন্যান্স (জেড), তশরিফা ইন্ডাষ্ট্রিজ (বি) ও এসআলম কোল্ড রোল্ড স্টিল (বি)।

এদিন দর বৃদ্ধির তালিকায় ‘এ’ ক্যাটাগরির শেয়ারের আধিপত্য অনেক বেশি থাকলেও পতনের শীর্ষ তালিকায় ‘এ’ ক্যাটাগরির কোন শেয়ার ছিল না। যা ‘এ’ ক্যাটাগরির শেয়ারের জন্য ছিল বিরল ঘটনা।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা ধীরে ধীরে দীর্ঘমেয়াদে লাভজনক ও স্থিতিশীল কোম্পানির শেয়ারে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। বিশেষ করে 'এ' ক্যাটাগরির শেয়ারগুলোর প্রতি তাদের আস্থা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এই ক্যাটাগরির শেয়ারগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে এবং বিক্রির চাপ কমে যাচ্ছে।

এই প্রবণতা বাজারে একটি ইতিবাচক সিগনাল হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীদের এই মনোভাব বাজারের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সহায়ক হবে।

এই পরিস্থিতি বজায় থাকলে ভবিষ্যতে ‘এ’ ক্যাটাগরির শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং বাজারে সুস্থ্য ধারা ফিরে আসবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে