ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

‘ফেসবুক-ইউটিউবে আ’লীগের পক্ষে মত দিলেই গ্রেপ্তার’

২০২৫ মে ১২ ১৫:৫৪:০৮
‘ফেসবুক-ইউটিউবে আ’লীগের পক্ষে মত দিলেই গ্রেপ্তার’

ডুয়া ডেস্ক: ফেসবুক বা ইউটিউবে আ’লীগের পক্ষে বক্তব্য দিলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বিষয়টি জানান।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই। গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট— যেকোনোভাবে আইন ভঙ্গ করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ডে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও গোপনে বৈঠক বা সমাবেশ করলে সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করতে পারবে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কেউ বক্তব্য দিলে বা সমর্থন জানালে তাদের বিরুদ্ধেও মামলা দায়েরের সুযোগ রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে