ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

জিআই স্বীকৃতি পেলো আরও ২৪ দেশীয় পণ্য

২০২৫ এপ্রিল ৩০ ২১:৩৯:১২
জিআই স্বীকৃতি পেলো আরও ২৪ দেশীয় পণ্য

ডুয়া ডেস্ক: নতুন করে ভৌগোলিক নির্দেশকের (জিআই) স্বীকৃতি পেয়েছে আরও ২৪টি দেশীয় পণ্য।

আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ তথ্য জানান।

শিল্প উপদেষ্টা বলেন, “নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, ভোলার মহিষের দুধের কাঁচা দই, মাগুরার হাজরাপুরী লিচু, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টিসহ ২৪টি পণ্যকে জিআই সনদ দেওয়া হয়েছে।”

আদিলুর রহমান আরও বলেন, সৃজনশীল অর্থনীতিতে মেধাস্বত্ব নিশ্চিত করার জন্য আইনি কাঠামো আরও জোরদার করা প্রয়োজন।

এ সভায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “পেটেন্টের আওতায় দেশের গানগুলোর অডিও ভিজ্যুয়াল সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারলে বিশ্ববাজারে আমাদের গান ও শিল্পীদের টিকে থাকতে সহজ হবে।”

নিবন্ধন সনদপ্রাপ্ত ২৪টি ভৌগোলিক নির্দেশক পণ্যের মধ্যে রয়েছে:

১. নরসিংদীর লটকন (৩২) ২. মধুপুরের আনারস (৩৩) ৩. ভোলার মহিষের দুধের কাঁচাদই (৩৪) ৪. মাগুরার হাজরাপুরী লিচু (৩৫) ৫. সিরাজগঞ্জের গামছা (৩৬) ৬. সিলেটের মণিপুরি শাড়ি (৩৭) ৭. মিরপুরের কাতান শাড়ি (৩৮) ৮. ঢাকাই ফুটি কার্পাস তুলা (৩৯) ৯. কুমিল্লার খাদি (৪০) ১০. ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি (৪১) ১১. গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না (৪২) ১২. সুন্দরবনের মধু (৪৩) ১৩. শেরপুরের ছানার পায়েস (৪৪) ১৪. সিরাজগঞ্জের লুঙ্গি (৪৫) ১৫. গাজীপুরের কাঁঠাল (৪৬) ১৬. কিশোরগঞ্জের রাতাবোরো ধান (৪৭) ১৭. অষ্টগ্রামের পনির (৪৮) ১৮. বরিশালের আমড়া (৪৯) ১৯. কুমারখালীর বেডশিট (৫০) ২০. দিনাজপুরের বেদানা লিচু (৫১) ২১. মুন্সিগঞ্জের পাতক্ষীর (৫২) ২২. নওগাঁর নাকফজলি আম (৫৩) ২৩. টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কির সন্দেশ (৫৪) ২৪. ঢাকাই ফুটিকার্পাস তুলার বীজ ও গাছ (৫৫)।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে